এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ ডিসেম্বর : নবান্ন উৎসবে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার সময় তারস্বরে বক্স বাজানোকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার গোয়াইগ্রামের দুই পুজো কমিটির লোকজন । মঙ্গলবার রাতে ঝামেলাকে কেন্দ্র করে আজ বুধবার সকালে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন পরেশ মাঝি এবং লক্ষী মাঝি নামে দুই গ্রামবাসী। তাদের দুজনকেই কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনা থাকায় গ্রামে টহল দিচ্ছে পুলিশ বাহিনী ।
জানা গেছে,রবিবার গোয়াই গ্রামে নবান্ন উৎসব ছিল । গ্রামের দুটি ক্লাব নবান্ন লক্ষ্মীপূজোর আয়োজন করেছিল । মঙ্গলবার রাতে প্রতিমা বিসর্জন হয় । গ্রামের পাড়ার একটি ক্লাব যখন বিসর্জনের শোভাযাত্রা বের করেছিল তখন অন্য ক্লাব শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছিল । তাদের শোভাযাত্রাটি যখন অন্য ক্লাবের পাশ দিয়ে যাচ্ছিল,তখন ওই পুজোকমিটির মণ্ডপের কাছে দাঁড়িয়েছিলেন পরেশ মাঝি৷ তিনি তারস্বরে বক্স বাজানোর প্রতিবাদ করে আওয়াজ কিছুটা কমানোর অনুরোধ করেন । এনিয়ে দুই পুজো কমিটির মধ্যে বচসা শুরু হয়৷ যদিও তখনকার মত মিটমাট হয়ে যায় । কিন্তু ওই ঘটনার জের ধরে আজ সকালে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় ।
জানা গেছে,আজ সকালে মাঠে চাষের কাজ সেরে পরেশ মাঝি যখন বাড়ি ফিরছিলেন তখন মাঝি পাড়ার অন্য ক্লাবের কয়েকজন যুবক তার পথ আটকে বেধড়ক মারধর করে। পরেশের জ্যাঠা লক্ষ্মী মাঝি বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে রক্তাক্ত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দু’জনেরই গুরুতর আঘাত লেগেছে৷ বিশেষ করে পরেশ মাঝির মাথার ক্ষত বিপজ্জনক বলে জানা গেছে । খবর পেয়ে গ্রামে আসে পুলিশবাহিনী । যদিও এনিয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।।

