এইদিন ওয়েবডেস্ক,স্টকহোম,৩১ জুলাই : সুইডেনে ফের কোরানের কপি আগুনে পোড়ালেন দুই ব্যক্তি । সুইডিশ পুলিশের অনুমতিক্রমে রাজধানী স্টকহোমে সংসদ ভবনের সামনে তাঁরা কোরান পুড়িয়ে প্রতিবাদ জানান । প্রতিবাদী দুই ব্যক্তির মধ্যে ছিলেন ইরাকি বংশভূত বছর সাঁইত্রিশের সুইডিশ নাগরিক সালওয়ান মোমিকা (Salwan Momika) । কোরান পোড়ানোর পর তাঁরা সুইডিশ সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন,সুইডেনে কোরানকে নিষিদ্ধ করতে হবে । প্রসঙ্গত,ইতিপূর্বেও কোরান পুড়িয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন সালওয়ান মোমিকা নামে ওই যুবক । গত জুন মাসে ঈদুল আযহার ছুটির দিনে স্টকহোমের প্রধান মসজিদের সামনে কোরানের একটা কপি নিয়ে এক সঙ্গীর সঙ্গে ফুটবল খেলেছিলেন মোমিকা । বইটির পাতা ছিঁড়ে নিজের জুতো মোছার পর বইটিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন তিনি ।
এনিয়ে তেলেবেগুনে জ্বলে উঠেছিল ইসলামিক দেশগুলো । এনিয়ে সুইডেন ও বেশ কয়েকটি ইসলামিক দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয় । সৌদি আরব, ইরাক প্রভৃতি ইসলামি দেশগুলি সুইডেন ও ডেনমার্কে বিক্ষোভের সমাধানের জন্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের বৈঠকের দাবি জানিয়েছে এবং তাদের অনুরোধে আজ সোমবার সৌদি আরবের জেদ্দা শহরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ।।