এইদিন ওয়েবডেস্ক,লিসেস্টার,২১ সেপ্টেম্বর : এশিয়া কাপ ক্রিকেটে ভারত ও পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে লিসেস্টারে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে উদ্যোগী হল দু’পক্ষ । সাম্প্রদায়িক হিংসা প্রশমনে উভয় সম্প্রদায়ের নেতারা আবেগঘন আহ্বান জানিয়েছেন । মঙ্গলবার জামে মসজিদ এবং ইসকন হিন্দু মন্দিরের নেতারা এনিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছেন ।
লিসেস্টারের জামে মসজিদের বাইরে যৌথ বিবৃতিটি পড়েন লিসেস্টারের ইসকন মন্দিরের সভাপতি প্রদ্যুম্ন দাস । তিনি বলেন,’এটি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বিবৃতি । আমরা লিসেস্টারে হিন্দু-মুসলমান হিসাবে নয়,বরঞ্চ ভাই-বোন হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি । আমরা একসাথে এই শহরে এসেছি। আমরা একসঙ্গে একই চ্যালেঞ্জের মোকাবেলা করেছি । অর্ধ শতাব্দীরও সময় ধরে এই শহরে একাত্মভাবে বসবাস করছি ।একসাথে বর্ণ বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করেছি । সম্মিলিতভাবে এই শহরটিকে বৈচিত্র্য এবং সম্প্রদায়ের ঐক্যের আলোকবর্তিকা বানিয়েছি । কিন্তু উত্তেজনা ও হিংসার বিস্ফোরণ দেখে আমরা দুঃখিত এবং আমাদের হৃদয় ভেঙে গেছে । ২৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ৪৭ জন গ্রেপ্তার হয়েছেন ।’ তিনি উল্লেখ করেন,’নিরপরাধ ব্যক্তিদের উপর শারীরিক আক্রমণ এবং সম্পত্তির অযৌক্তিক ক্ষতি একটি শালীন সমাজের অংশ নয় এবং প্রকৃতপক্ষে আমাদের বিশ্বাসের অংশ নয় ।’
প্রসঙ্গত,গত ২৮ আগস্ট এশিয়া কাপ ক্রিকেট ম্যাচে পাকিস্তান ভারতকে হারানোর পর হিংসা শুরু হয় । হিন্দু মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ,হিন্দুদের ঘর বাড়ির উপর হামলা হয় । হিন্দু সম্প্রদায়ের কয়েকজন জখমও হন । সোমবার ভারতীয় হাইকমিশন এই ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য কর্তৃপক্ষকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দাবি জানায় । এরপর এই ঘটনায় ৪৭ জনকে গ্রেপ্তার করে লিসেস্টার পুলিশ । ধৃতরা বেশিরভাগই শহরের পূর্ব অংশের যুবক ।।