এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২২ জানুয়ারী : পাকিস্থানের দুই পুলিশ আধিকারিককে হত্যা করল অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা । হামলাকারীদের গুলিতে আহত হয়েছে আরও একজন পুলিশকর্মী । হামলার ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চাহারসেদেহ জেলার একটি চেকপয়েন্টে । খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ কর্মকর্তা তারিক খান বলেছেন,দুই অফিসারকে হত্যার পর, সশস্ত্র লোকেরা খাইবার পাখতুনখোয়ার চাহারসেদেহ জেলা থেকে পালিয়ে গেছে ।
দিন দুয়েক আগে একই প্রদেশের জামরুদ তহসিল এলাকায় একটি সামরিক কেন্দ্রে গোলাবর্ষণ এবং একটি থানায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল । ওই দুই হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছিল । এরপর প্রদেশের প্রদেশের চাহারসেদেহ জেলায় ফের হামলার ঘটনা ঘটল । তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি শনিবারের ঘটনার দায় স্বীকার করেনি।
পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান ছাড়াও আরও বেশ কয়েকটি কট্টরপন্থী দল রয়েছে যারা এই দেশে নিয়মিত হামলা চালিয়ে আসছে । তেহরিক-ই- তালেবান পাকিস্তান মাসাধিক কাল ধরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে।
সম্প্রতি খাইবার পাখতুনখোয়া পুলিশ ঘোষণা করেছিল যে ২০২২ সালে সশস্ত্র সংঘর্ষে প্রায় ১৯৬ জন সন্ত্রাসবাদী এবং ১১৮ জন পুলিশ নিহত এবং ১১৭ জন আহত হয়েছিল ।।