এইদিন ওয়েবডেস্ক,জম্মু,০১ ডিসেম্বর : মঙ্গলবার গভীর রাতে পুলওয়ামা জেলায় রাজপৌরায় অভিযান চালিয়ে দুই পাকিস্থানি জঙ্গিকে খতম করল ভারতীয় নিরাপত্তা বাহিনী । মৃতের নাম ইয়াসির পারে ও ফুরকান । তার মধ্যে জইশ-ই-মহম্মদের নেতা ইয়াসির আইইডি তৈরির মাস্টারমাইন্ড বলে পরিচিত । দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয় ছিল এই দুই জঙ্গি । রাত থেকে গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী ।
জানা যায়,মঙ্গলবার গোয়েন্দা বিভাগ থেকে খবর আসে রাজপৌড়া এলাকার একটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি এসে আশ্রয় নিয়েছে । এরপর পুলিশ-সিআরপিএফ এবং সেনাবাহিনী যৌথ দল সেখানে অভিযান চালায় । এদিকে নিরাপত্তা কড়াকড়ি দেখে গুলি চালাতে শুরু করে দেয় লুকিয়ে থাকা জঙ্গিরা । পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনী । তবে তার আগে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য সমস্ত যথাযথ ব্যবস্থাও নেওয়া হয় । বেশ কিছুদিন ধরে ওই এলাকায় দুই থেকে তিনজন পাকিস্তানি জঙ্গি আত্মগোপন করে ছিল বলে সুত্রের খবর । নিরাপত্তাবাহিনী তাদের সন্ধান চালাচ্ছিল ।শেষে মঙ্গলবার রাতে গুলির লড়াইয়ে খতম হল দুই পাকিস্থানি জঙ্গি ইয়াসির পারে ও ফুরকান ।
প্রসঙ্গত,চলতি বছরে উপত্যকায় লস্কর,জইশ, হিজবুল, টিআরএফসহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন মিলে মোট ১৪৮ জঙ্গি খতম হয়েছে । তার মধ্যে গত মাসে মোট ৫ বার জঙ্গি- নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই হয় । খতম হয় মোট ১২ জঙ্গি । অনেক কমান্ডারও শহীদ হয়েছেন ।।