এইদিন ওয়েবডেস্ক,বুদাপেস্ট,২৩ আগস্ট : আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল শনিবার প্রবল ঝড়-ঝঞ্ঝা হবে । মারাত্মক ঘূর্ণীঝড় ধেয়ে আসছে । এনিয়ে দপ্তর থেকে সাধারণ মানুষকে সতর্কও করে দেওয়া হয় । এদিকে ওইদিন সন্ধ্যায় ছিল দেশের সব চেয়ে বড় উৎসব । আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের কারনে সরকার ওই উৎসবের দিন সরকারিভাবে পিছিয়ে দেওয়া হয় । কিন্তু পরে দেখা যায় পরিষ্কার আকাশ,ঝড়-ঝঞ্ঝার কোনো লক্ষ্মণই,ছুটির দিনটা মানুষকে অহেতুক কাটাতে হয়েছে বাড়ির মধ্যে । পরে রবিবার ফেসবুক পোস্টে সর্বজনীন ক্ষমাপ্রার্থনা করে আবহাওয়া দপ্তর। যুক্তি দেওয়া হয়, অনিশ্চয়তা আবহাওয়ার পূর্বাভাসের অংশ । কিন্তু ততক্ষণে এটি খুব দেরি হয়ে গেছে । কারন ভূল পূর্বাভাস দেওয়ার জন্য ততক্ষণে আবহাওয়া দপ্তরের দুই শীর্ষ কর্তাকে বরখাস্ত করে দিয়েছে সরকার । ঘটনাটি হাঙ্গেরির ।
শনিবার সন্ধ্যায় সেন্ট স্টিফেন দিবস উদযাপনের জন্য ‘ইউরোপের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শন’ এর আয়োজন করা হয় হাঙ্গেরিতে। সেন্ট স্টিফেন দিবস উদযাপনের জন্য প্রায় ৪০ হাজার আতশবাজি প্রস্তুত ছিল। বুদাপেস্টের মধ্যাঞ্চলীয় দানিয়ুব নদীর ৫ কিমি (৩ মাইল) এলাকাজুড়ে ২৪০টি পয়েন্ট থেকে এসব আতশবাজি ছোঁড়ার জন্য প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল । এই প্রদর্শনীতে প্রায় ২০ লাখ মানুষের ভিড় হয় । সেন্ট স্টিফেন দিবস উপলক্ষে শনিবার হাঙ্গেরিতে ছিল জাতীয় ছুটির দিন ।
কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জারি করা চরম সতর্কতার কারণে সরকার এই অনুষ্ঠানটি এক সপ্তাহের জন্য স্থগিত করে দেয় । ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সার্ভিস ঝড়-বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল তা ভূল প্রমাণিত হয় । পরে দপ্তর থেকে বলা হয়, ঝড়ের দিক পরিবর্তন হয়েছে এবং বুদাপেস্টের পরিবর্তে পূর্ব হাঙ্গেরির কিছু অংশে আঘাত হেনেছে।
কিন্তু প্রযুক্তি ও শিল্প মন্ত্রী লাসজলো পাল্কোভিকস সোমবার ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সার্ভিস (ওএমএসজেড) এর সভাপতি কর্নেলিয়া র্যাডিক্স এবং সংস্থার পেশাদার ডেপুটি প্রেসিডেন্ট গাইউলা হরভাথকে বরখাস্ত করেছেন । এদিকে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে হাঙ্গেরিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । বিপক্ষ দল এনিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছে । সাধারণ মানুষের একাংশ দুই আবহাওয়াবিদকে বরখাস্ত করায় প্রতিবাদ জানাচ্ছে ।।