দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ ডিসেম্বর : মন্দিরের পাশে ক্লাবঘর নির্মাণ নিয়ে বিবাদের জেরে আজ বুধবার সকালে দুই পাড়ার মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার মুলটি গ্রামে । সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন বাপি সামন্ত নামে এক ব্যক্তি । তাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । এই ঘটনায় মুলটি গ্রামের বাসিন্দা সঞ্চিত ঘোষ এবং গোপাল ঘোষ নামে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর,মুলটি গ্রামের দাসপাড়ার বাসিন্দারা সম্প্রতি মা মনসার বেদি তৈরি করেছিল । কিন্তু পার্শ্ববর্তী ঘোষপাড়ার বাসিন্দারা ওই বেদি তৈরির বিরোধিতা করে । আজ সকালে ঘোষপাড়ার লোকজন মনসাবেদীর পাশে ঘর তৈরির কাজ শুরু করার জন্য এলে দুই পাড়ার মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । দাসপাড়ার বাসিন্দা বাপি সামন্তকে ঘোষপাড়ার একজনকে ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ । তাকে বাঁচাতে গেলে আরও একজন অল্পবিস্তর জখম হন । এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এরপর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
দাসপাড়ার বাসিন্দা ফোচন সামন্তর অভিযোগ, ‘আমরা নিজেদের জায়গায় মা মনসার পূজোর বেদি তৈরি করেছি । ঘোষপাড়ার কিছু লোকজনও এখানে পুজো দিতে আসে । কিন্তু ঘোষপাড়ার একাংশের লোক মা মনসার বেদির পাশে জোর করে ক্লাব ঘর তৈরি করার চেষ্টা করছিল । আমরা বাধা দিতেই লাঠিসোঁটা নিয়ে ওরা আমাদের উপর হামলা চালায়৷’ যদিও এই বিষয়ে ঘোষপাড়ার তরফে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷।