এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,২৮ সেপ্টেম্বর : তেলেঙ্গানার হায়দ্রাবাদে দেবী দূর্গার প্রতিমা এবং মাদার মেরির মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠল বোরখা পরিহিত দুই মুসলিম মহিলার বিরুদ্ধে । মঙ্গলবার বোরকা-পরা ওই মহিলারা হায়দ্রাবাদের (Khairatabad) খয়রাতাবাদ (Khairatabad) এলাকায় একটি প্যান্ডেলের দেবী দুর্গার মূর্তি স্প্যানার দিয়ে নষ্ট করে দেয় । এক ব্যক্তি বাধা দিতে গেলে তাকে তেড়ে যায় বলে অভিযোগ । পাশাপাশি এসি গার্ড এলাকায় (AC Guards area) একটি গির্জা প্রাঙ্গণে ঢুকে মাদার মেরির মূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। জেদ্দার (Jeddah) বাসিন্দা ওই দুই মহিলা সহদরা বোন বলে জানা গেছে ।
এই ঘটনায় চরম ক্ষুব্ধ শহরের হিন্দু সংগঠনগুলি । তাদের অভিযোগ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে । যদিও এই অভিযোগ অস্বীকার করে হায়দরাবাদের সেন্ট্রাল জোনের ডিসিপি রাজেশ কুমার দাবি করেছেন অভিযুক্ত দুই মহিলা মানসিকভাবে অসুস্থ ।
অভিযুক্ত মহিলাদের ভাই আসিমুদ্দিন পুলিশকে বলেছেন,’আমি এখনও আমার বোনদের সাথে দেখা করিনি, তবে কী হয়েছে তা শুনেছি, তাই আমি এগিয়ে আসিনি । আমার মা এবং বোনের সিজোফ্রেনিয়া আছে। আমার ভাইয়ের প্যারানয়েড সিজোফ্রেনিয়া আছে । আমিই ওদের সকলের দেখাশোনা করি ।’
জানা গেছে,দুই মহিলা তাদের মা এবং বাবার সাথে থাকেন। কিছুদিন আগে তারা সৌদি আরব থেকে ঘুরে এসেছিলেন । নামপালির বিধায়ক জেএইচ মেরাজ সাংবাদিকদের বলেন,’দুই বোরকা পরা মহিলারা স্প্যানার দিয়ে দেবীর মূর্তি ভেঙে ফেলে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমি কমিশনারকে যথাযথ তদন্ত করার জন্য অনুরোধ করেছি ।’।