এইদিন ওয়েবডেস্ক,সিন্ধু(পাকিস্তান),২৯ সেপ্টেম্বর : পাকিস্তানের সিন্ধু প্রদেশে ফের হিন্দুদের উপর মুসলিমদের পাশবিক অত্যাচারের ঘটনা সামনে এসেছে ৷ এবারে ১৭ বছর বয়সের এক হিন্দু কিশোরের বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মারার পর গাছে ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেল স্থানীয় দুই মুসলিম ব্যক্তি । নিহত কিশোরের নাম ভগবান দাস(Bhagwan Das) । তার বাড়ি সিন্ধু প্রদেশের সালেহ হালেপোটো (Saleh Halepoto) গ্রামে । এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা মেহতাব হালেপোটো (Mehtab Halepoto) এবং ইব্রাহিম পানওয়ার (Ibrahim Panwar) ।
স্থানীয় এক সামাজিক কার্যকর্তা নিহত কিশোরের ভিডিও পোস্ট করে জানিয়েছেন,সালেহ হালেপোটো গ্রামের বাসিন্দা মেহতাব হালেপোটো এবং ইব্রাহিম পানওয়ারের সম্প্রতি কোনো কিছু চুরি যায় । তা নিয়ে গ্রামে তোলপাড় শুরু করেছিল ওই দুই মুসলিম ব্যক্তি । কিন্তু তারা চোরের কোনো হদিশ না পেয়ে যাবতীয় সন্দেহ ভগবান দাস নামে ওই কিশোরের উপর পড়ে ৷
ওই সামাজিক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার ওই দুই মুসলিম ব্যক্তি কিশোরের বাড়িতে আসে । তারপর তারা কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় । যাবার আগে কিশোরের পরিবারকে হুমকি দিয়ে যায় যে তারাও সঙ্গে গেলে গুলি করে মেরে ফেলা হবে । এই ভয়ে কিশোরের পরিবার তাদের সঙ্গে যেতে সাহস করেনি । আজ শুক্রবার গ্রামের ফাঁকা জায়গায় একটা গাছের সঙ্গে কিশোরের গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায় । যদিও পুলিশ বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ।।