এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ সেপ্টেম্বর : আজ রবিবার মহালয়ার দিনে কলকাতার রাজপথে প্রকাশ্যে চললো গুলি ৷ সকালে চারু মার্কেট থানা এলাকার দেশপ্রাণ শাসমল রোডের একটি জিমে এই ঘটনা ঘটেছে । রেনকোর্ট পরে আসা দুই দুষ্কৃতী জিম মালিক জয় কামদারকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে তিনি প্রাণে বেঁচে যান । জিম হত্যার উদ্দেশ্যেই দুই দুষ্কৃতী গুলি চালায় বলে দাবি করেছেন মালিক । যদিও গুলি চালানোর কারন স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এদিকে সাত সকালে এভাবে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ।
জানা গেছে,দেশপ্রাণ শাসমল রোডের ওই জিমটি খুব জনপ্রিয় । আজ রবিবার ছুটির দিন থাকায় বেশ কিছু তরুন তরুনী জিমে ভিড় জমিয়েছিল । সেই সময় রেনকোট পরে আসা দুই দুষ্কৃতী জিমে ঢুকে পড়ে । কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা জিম মালিককে লক্ষ্য করে পরপর ২ রাউন্ড গুলি চালায় । গুলি চালানোর সাথে সাথেই জিমে হুড়োহুড়ু পড়ে যায়৷ সেই সময় দুষ্কৃতীরা পালিয়ে যায়৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মার্কেট থানার পুলিশ । পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।।