দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ মার্চ : আউশগ্রামের কালীদহ বাজারের সোনারুপোর দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । বাজিত শাঁ (৪৩) ও সাহাবুল সেখ(২২) নামে ওই দুই দুষ্কৃতী মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ । বুধবার রাতে মুর্শিদাবাদে হানা দিয়ে তাদের পাকড়াও করে আউশগ্রাম থানার পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠানো হয় । বাকিদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।
ডাকাতির ঘটনাটি ঘটে গত ৯ মার্চ রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ । আউশগ্রামের কালীদহ বাজারের সোনারুপোর গহনার কারবারি প্রবীর সেন সবে দোকান লাগানোর প্রস্তুতি নিচ্ছিলেন । সেই সময় সেখানে চড়াও হয় ৬-৭ জনের দুষ্কৃতীদের একটি দল । প্রবীরবাবুর হাতে একটি ব্যাগের মধ্যে রাখা ছিল নগদ টাকা ও সোনারুপোর গহনাসহ প্রায় ৯ লক্ষ টাকার সামগ্রী । দুষ্কৃতীরা প্রবীরবাবুকে মারধর করে ব্যাগটি ছিনিয়ে নেয় । দোকান মালিকের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে । এরপর দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
পুলিশ সুত্রে জানা গেছে,তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত দুই দুষ্কৃতীসহ দলটি ইতিপূর্বে কালীদহ এলাকায় জনমজুরের কাজ করতে এসেছিল । তখনই তারা প্রবীর সেন নামে ওই ব্যাবসায়ীকে টার্গেট করে । ডাকাতির ঘটনার আগে এলাকায় বার তিনেক রেইকি করে গিয়েছিল তারা । তদন্তের স্বার্থে ধৃতদের নিয়ে টিআই প্যারেডের আবেদন জানানো হবে বলে পুলিশ সুত্রে খবর ।।