এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,২৫ ডিসেম্বর : শুক্রবার ও শনিবার মধ্যবর্তী রাতে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই অজ্ঞাতপরিচয় জঙ্গি । জম্মু ও কাশ্মীরের পুলিশ ট্যুইট করে জানিয়ে,এনকাউন্টারে ২ অজ্ঞাত পরিচয় জঙ্গি নিহত হয়েছে । অস্ত্র ও গোলাবারুদসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে । তল্লাশি অভিযান চলছে ।’
জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,শুক্রবার রাতে গোপন সুত্র থেকে খবর আসে শোপিয়ানের চৌগামে লুকিয়ে আছে জঙ্গিদের একটি দল । তারপরেই জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায় । নিরাপত্তা বাহিনী গোটা গ্রামটি ঘিরে ফেলে ।কর্ডন ও তল্লাশি অভিযান শুরু হতেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে । নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায় । বেশ কিছুক্ষন গুলির লড়াইয়ের পর শেষে ২ জঙ্গি খতম হয় । যদিও নিহত দুই জঙ্গির পরিচয় নিশ্চিত করেনি পুলিশ । তবে জানা গেছে,নিহতদের মধ্যে একজন শোপিয়ানের ও অন্যজন পুলওয়ামার বাসিন্দা ।
প্রসঙ্গত,বিগত দুই দিনের মধ্যে এই অঞ্চলে এনিয়ে দু’বার নিরাপত্তা বাহিনী-জঙ্গির মধ্যে গুলির লড়াই হল । ঠিক এক দিন আগেই অনন্তনাগে শাহজাদ আহমেদ নামে এক জঙ্গি এনকাউন্টারে খতম হয় । শাহজাদ হিজবুল মুজাহিদিনের সদস্য ছিলেন বলে জানা গেছে ।।