প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ মে : বেপরোয়া গতির কারণে ফের জাতীয় সড়কে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। দুটি লরির সংঘর্ষে মৃত্যু হল দু’জনের ।সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের পদ্মপুকুর সংলগ্ন এলাকায় । পুলিশ জানিয়েছে , মৃতরা হলেন লালচাঁদ সিং (৩৩) ও প্রতাপ সরকার (৩০)।দুই জনেরই বাড়ি মালদা জেলার সিংকুম্ভবিহারী এলাকায় । এই দুর্ঘটনার জেরে এদিন জাতীয় সড়কে যানজট তৈরি হয় ।পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত দুটি লরি জাতীয় সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জামালপুর থানার পুলিশ দুটি লরি আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,এদিন সকালে জাতীয় সড়ক ধরে বলি বোঝাই একটি লরি কলকাতার দিকে যাচ্ছিল । আচমগাই বালি বোঝাই লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে সিমেন্ট তৈরির উপকরণ বোঝাই একটি লরি । ধাক্কা খেয়ে বালি বোঝাই লরিটি জাতীয় সড়কে উল্টে যায় । আর সিমেন্ট তৈরির সরঞ্জাম বোঝাই লরিটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় । লরির কেবিনের ভিতরে রক্তাত অবস্থায় আটকে পড়ে লালচাঁদ সিং ও প্রতাপ সরকার । পুলিশ ও স্থানীয় মানুষজন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষনা করেন। মৃতদের একজন দুর্ঘটনাগ্রস্ত ওই লরিরটির চালক ও অপর জন খালাসি বলে পুলিশ জানতে পেরেছে ।।