এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ অক্টোবর : ব্রাউন সুগারসহ ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মালদা জেলার রতুয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম ইউনুস আলি এবং আব্দুল কাইয়ুম। দুজনেরই বাড়ি রতুয়া থানা এলাকায়। ধৃত ইউনুস আলির কাছ থেকে ১০০ গ্রাম এবং আব্দুল কাইয়ুমের কাছ থেকে ৩৭গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। বুধবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত দুজনকেই ৮ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ।
পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার রাতে রতুয়া থানার টেটিয়া ব্রীজের কাছে নাকা চেকিং-এর সময় একটি বাইকে চড়ে ৩ জনকে রতুয়া থেকে সামসীর দিকে যেতে দেখে পুলিশ ৷ পুলিশকে দেখে একজন বাইক নিয়ে চম্পট দেয় । তবে বাকি দু’জনকে পুলিশ ধরে ফেলে । এরপর তাদের তল্লাশি চালাতেই ব্রাউন সুগার উদ্ধার হয় । পুলিশ ধৃতদের জেরা করে চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।।

