এইদিন ওয়েবডেস্ক,শিলচর (আসাম),১২ মে : আসামের শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ২ জন খুনের আসামি । পলাতকরা হল হিফজুর রহমান ও দীপ নুনিয়া । বুধবার রাতে তারা জেলের ১০ নম্বর ওয়ার্ড থেকে চম্পট দেওয়ার পর থেকেই আলোড়ন পড়ে গেছে রাজ্য পুলিশ বিভাগসহ পুরো শহরে । পুলিশ এখন পলাতক দুই বন্দিকে খুঁজে বের করার চেষ্টা করছে । এদিকে খবর পাওয়ার পর জেলা কালেক্টর রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নোমল মাহাতো বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন ।
পুলিশ সুপার নোমল মাহাতো বলেন, হিফজুর ও দীপককে হত্যার দুটি পৃথক অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দুজনই কুখ্যাত অপরাধী। বদরপুরের বাড়ি হিফজুরের । অন্যদিকে মেহেরপুরের নুনিয়া শিলচরে একটি খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে দীপক। বিচারে দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ।’ তিনি জানান,কাছাড় জেলার সব সীমান্তে নাকা পয়েন্ট বসিয়ে সব থানা ও পুলিশ ফাঁড়িকে সতর্ক করা হয়েছে ।
জানা গেছে,পুলিশ সুপার নোমল মাহাতো নিজেই দুই পলাতক দুষ্কৃতীর সন্ধানে নেমেছেন । অন্যদিকে খবর পেয়েই কাছাড়ের জেলা প্রশাসক রোহন কুমার ঝা শিলচর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখতে জেলে পৌঁছেছেন। তিনি কারাগারের অন্যান্য বন্দীদের সঙ্গে কথা বলেন ।।