এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,০৯ মার্চ : মঙ্গলবার পূর্ব বর্ধমানে বাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর । দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা-মানকর রোডে আউশগ্রামের অভিরামপুর পেট্রল পাম্পের কাছে। মৃতদের নাম দিলীপ বাউড়ি(৫০) ও অতুল মণ্ডল(৫৬) । তাঁদের বাড়ি আউশগ্রামের ভাল্কি গ্রামে । অন্যদিকে প্রায় একই সময়ে ভাতারের নর্জার কাছে পাথর বোঝাই ডাম্পার উলটে আহত হলেন ডাম্পারের চালক ও খালাসি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে অতুল মণ্ডল ও দিলীপ বাউড়ি বাইকে চড়ে গুসকরা শহরের দিকে যাচ্ছিলেন । মাঝে অভিরামপুরে একটি পেট্রোল পাম্প থেকে তেল নেন তাঁরা । তেল নেওয়ার পর তাঁরা সবে গুসকরা-মানকর সড়ক পথে উঠছিলেন সেই সময় বিপরীত দিক থেকে আসা বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । বাসের নিচে বাইকসহ ঢুকে যান বাইক চালক । বাইকের পিছনে বসে থাকা অন্যজন গুরুতর জখম অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়েন । ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে আনে । পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ ।
অন্যদিকে এদিন সকালে বাদশাহী রোড ধরে নুতনহাটের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল পাথরবোঝাই একটি ডাম্পার । ভাতারের নর্জার কাছে এলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে যায় ডাম্পারটি । এই দুর্ঘটনায় চালক ও খালাসি আহত হয় । স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । ডাম্পার চালক ঘুমিয়ে যাওয়ার কারনেই এই দুর্ঘটনাটি ঘটে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।।