এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৬ অক্টোবর : কুখ্যাত ও নৃশংস ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী ‘হামাস’-এর হামলায় ভারতীয় বংশোদ্ভূত দুই ইসরায়েলি মহিলা নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে । ইসরায়েলের সরকারী সূত্র নিশ্চিত করেছে যে আশদোদ হোম ফ্রন্ট কমান্ডের ২২ বছর বয়সী লেফটেন্যান্ট কমান্ডার অর মোসেস এবং পুলিশ সেন্ট্রাল ডিস্ট্রিক্ট বর্ডারের একজন পুলিশ অফিসার ইন্সপেক্টর কিম ডোকরাকার গত ৭ অক্টোবর হামলায় নিহত হয়েছেন । কর্তব্যরত অবস্থায় দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে এযাবৎ ২৮৬ সেনা সৈন্য ও ৫১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন । এর বাইরেও আরও পুলিশ বা সেনাকর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, কারন সন্ত্রাসী গোষ্ঠী হামাস দুই শতাধিক ইসরায়েলিকে অপহরণ করেছে । অপহৃতরা জীবিত না মৃত তা এখনো স্পষ্ট নয় ।
ইসরায়েলে নার্সের কাজে কর্মরত শেজা আনন্দ নামে কেরালার একজন মহিলা যিনি হামলায় আহত হয়েছিলেন তিনি এখন স্থিতিশীল বলে ইসরায়েলি সরকারি সূত্রের খবর । গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর অ্যাশকেলনে রকেট হামলায় তার হাত ও পায়ে আঘাত লাগে । তাকে সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে ভর্তি করা হয় ।
ইসরায়েলে হামাসের হামলায় ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে । যুদ্ধে ২,৬৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯,৬০০ জন আহত হয়েছেন ।।