এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,১৪ আগস্ট : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের দুই এজেন্টকে গ্রেফতার করল রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম নারায়ণ লাল গাদরি (২৭) ও কুলদীপ সিং শেখাওয়াত (২৪) । তাদের বাড়ি যথাক্রমে ভিলওয়ারা ও জয়পুর । ধৃত দুই যুবকের সঙ্গে পাকিস্থানের সেনার কর্মকর্তাদের যোগাযোগ ছিল । ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য তারা পাকিস্তানে পাঠাতো । বিনিময়ে তাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হত । ধৃতদের বিরুদ্ধে আইপিসির অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রজু করা হয়েছে ।
জানা গেছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পেরেছে গদারি ভারতীয় টেলিকম কোম্পানিগুলির সিম কার্ড সরবরাহ করত । পাকিস্তানি হ্যান্ডলাররা সেগুলি সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট চালানোর কাজে ব্যবহার করত । অন্যদিকে শেখাওয়াতের একটি মদের দোকান রয়েছে । একজন পাকিস্তানি মহিলা হ্যান্ডলারের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল । ওই মহিলা নিজেকে ভারতীয় সেনাবাহিনীর কর্মী পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালাচ্ছিল । শেখাওয়াত ওই পাকিস্থানি মহিলা হ্যান্ডলারকে ভারতীয় সেনা কর্মীদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করে সরবরাহ করত বলে জানিয়েছেন গোয়েন্দা মহাপরিচালক উমেশ মিশ্র ।।