এইদিন স্পোর্টস নিউজ,০৪ মার্চ : উশু আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে (Wushu International Championship) স্বর্ণপদক জিতে কীর্তি গড়লেন দুই ভারতীয় বোন আনসা চিশতি (Ansa Chishti) এবং আয়রা চিশতি(Ayeera Chishti) । রাশিয়ার রাজধানী মস্কোতে ২৮ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে উশু আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ । চলবে ৫ মার্চ পর্যন্ত । জম্বু কাশ্মীরের বাসিন্দা আনসা ও আয়রা ৫২ ও ৫৬ কেজি বিভাগে ব্যতিক্রমী পারফরম্যান্স করেছিল । ফাইনালে তাদের রাশিয়ান প্রতিপক্ষকে পরাজিত করে এবং তাদের ভক্তদের পাশাপাশি জম্বু কাশ্মীরের সমগ্র ক্রীড়া সম্প্রদায়কে গর্বিত করেছে।
আয়রার জন্য এটি তৃতীয় আন্তর্জাতিক পদক । এর আগে ইন্দোনেশিয়ায় জর্জিয়ায় স্বর্ণ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি । এখন এটি তার জন্য আন্তর্জাতিক উশু চ্যাম্পিয়নশিপে টানা ৩য় পদক জয় । গত বছর রাষ্ট্রীয় পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ছিলেন আয়রা । আয়েরা হলেন প্রথম উশু মহিলা ক্রীড়াবিদ যিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন ।
একইভাবে আনসার জন্য আন্তর্জাতিক উশু চ্যাম্পিয়নশিপে এটি দ্বিতীয় পদক জয়, এর আগে সে জর্জিয়া আন্তর্জাতিক উশু চ্যাম্পিয়নশিপে রৌপ্য জিতেছে । তবে আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে তার এই প্রথম স্বর্ণপদক জয় ।
দুই বোনই তাদের ওজন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন ৷ তারা জাতীয় চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতেছে ।।