এইদিন ওয়েবডেস্ক,১৪ নভেম্বর : আইসিসি টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে । ওই দলে জায়গা পেয়েছে ভারতের দুই খেলোয়াড় । এছাড়া ইংল্যান্ড থেকে চারজন,পাকিস্তান থেকে দুজন, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের একজন করে জায়গা পেয়েছে ।
আইসিসি এবার টিম অফ দ্য টুর্নামেন্টে বাছাই করা খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার আইসিসির সেরা প্লেয়িং ইলেভেনে নির্বাচিত হয়েছেন । বাটলার টুর্নামেন্টে ২২৫ রান করেছিলেন । এই প্লেয়িং ইলেভেনে জায়গা পেয়েছেন টুর্নামেন্টে ২১২ রান করা অ্যালেক্স হেলস । ইংল্যান্ডের ২ বোলারও আইসিসির বর্ষসেরা দলে নির্বাচিত হয়েছেন । তাঁরা হলেন ৬ ম্যাচে ১৩ উইকেট নেওয়া স্যাম কুরান এবং ম্যাচে ৯ উইকেট নেওয়া মার্ক উড ।
আইসিসি টিম অফ দ্য টুর্নামেন্টে ভারতের দুই খেলোয়াড় হলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব । টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি টুর্নামেন্টে ৬ টি ম্যাচে ৯৮.৬৬ গড়ে ২৯৬ রান করেছেন । যেখানে সূর্যকুমার যাদব বিশ্বকাপে ৬ টি ম্যাচ খেলে ৫৯.৭৫ গড়ে ২৩৯ রান করেন ।
আইসিসির এই তালিকায় পাকিস্তানি খেলোয়াড় শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি জায়গা পেয়েছেন । শাদাব ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন অন্যদিকে শাহীন শাহ আফ্রিদিও নিয়েছেন ৭ ম্যাচে ১১ উইকেট । জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে স্থান পেয়েছেন । রাজা ২১৯ রান করার পাশাপাশি ১০ টি উইকেটও নিয়েছেন, এর সাথে নিউজিল্যান্ডের হয়ে ২০১ রান করা গ্লেন ফিলিপসও এই দলে জায়গা পেয়েছেন ।
আইসিসির টুর্নামেন্টের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ দল হল : জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কুরান, এনরিক নূরখিয়া, মার্ক উড, শাহিন শাহ আফ্রিদি ।।