এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ আগস্ট : বাংলাদেশে ফের ২ হিন্দুকে নির্মমভাবে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে । এবারে বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জে নিছক সন্দেহের বশে ২ হিন্দুকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে । নিহতরা হলেন কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের বালুয়া ভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। রূপলাল দাসের সম্পর্কে নিজের ভগ্নিপতি প্রদীপ দাস । এই হত্যাকাণ্ডের ঘটনার মূল ষড়যন্ত্রকারী পাশারিপাড়া গ্রামের ভ্যান চালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান নামে দুই মৌলবাদী বলে জানা গেছে ।
জানা গেছে,রূপলাল দাসের মেয়ের সঙ্গে মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে দ্বীপজল দাসের বিয়ের কথাবার্তা চলছিল। আজ রবিবার (১০ আগস্ট) বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল। এ জন্য গতকাল শনিবার বিকেলে প্রদীপ দাস নিজের ভ্যান নিয়ে রূপলাল দাসের বাড়ির উদ্দেশে রওনা হন। তবে রাস্তা না চেনায় তিনি সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন। পরে রূপলাল সেখানে গিয়ে তাকে নিয়ে রিকশায় করে ঘনিরামপুরের পথে রওনা হন। কিন্তু তারা রাত ১০টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় এসে পৌঁছলে স্থানীয় কয়েকজন মুসলিম তাদের ভ্যানচোর সন্দেহে মারধর করে । পরে দু’জনকে বটতলা থেকে টেনেহিঁচড়ে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয় । সেখানে আরও প্রচুর লোকজন জড়ো হয়ে যায় । তারা লাঠিসোঁটা নিয়ে দুই নির্দোষ হিন্দুকে নির্মমভাবে মারধর করে । পরে রাত ১১টার দিকে পুলিশ অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ দাসকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভোররাতে তার মৃত্যু হয়।
নিহত রূপলাল দাসের ভাই খোকন দাস জানান, তারা নির্দোষ ছিলেন। বিয়ের দিন ঠিক করার জন্যই প্রদীপ শ্বশুরবাড়ির দিকে আসছিলেন। কিন্তু কিছু লোক সন্দেহের বশে ভুল তাদের পিটিয়ে হত্যা করেছে।পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, ‘ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’।

