এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ জানুয়ারী : রানা প্রতাপ বৈরাগী হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশে আরও একজন হিন্দু যুবককে হত্যা করা হয়েছে । সোমবার ৫ জানুয়ারী ২০২৬ রাত, ১০টার দিকে, নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এক হিন্দু দোকান মালিক মনি চক্রবর্তীকে হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ইসলামপন্থীরা এবং গুরুতর অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তিনি আহত অবস্থায় মারা যান।মনি হলেন মদন চক্রবর্তীর বড় ছেলে। তিনি বিবাহিত । স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে তার । এনিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশে ষষ্ঠ হিন্দু ব্যক্তিকে হত্যা করা হল ।
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে মুদিখানার দোকান রয়েছে মনি চক্রবর্তীর । শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মদন ঠাকুরের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারে নিজের মুদী দোকান পরিচালনা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অথবা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে জানা গেছে ।
পরপর হিন্দু যুবককে নৃশংস বর্বরোচিত ভাবে হত্যার ঘটনায় ঘটনার পর চরম আতঙ্কে রয়েছে হিন্দুরা । স্থানীয় ব্যবসায়ীরা জানান, মনি চক্রবর্তী একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। প্রকাশ্য বাজারে এ ধরনের নৃশংস হামলায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন ব্যবসায়ী প্রকাশ্যে হত্যার শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।।

