এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,২৫ অক্টোবর : ফের নিখোঁজ হয়ে গেল বাংলাদেশের দুই হিন্দু কিশোরী । এবারে স্কুলে যাওয়ার পথে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী দিপ্তী দাশ ও সুস্মিতা দাশ । তারা সম্পর্কে খুড়তুতো বোন । গত ২১ অক্টোবর (সোমবার) থেকে ওই দুই কিশোরী নিখোঁজ থাকলেও পুলিশ এখনো পর্যন্ত তাদের কোনো হদিশ করতে পারেনি । যেকারণে পুলিশের উপর আস্থা না রেখে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে কিশোরীদের পরিবার । শেয়ার করা হয়েছে ফোন নম্বরও ।
জানা গেছে,মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা তপন দাশ ও ববিতা দাশের মেয়ে দিপ্তী দাশ । অন্যদিকে সুস্মিতা দাশ একই গ্রামের বাসিন্দা তপনবাবুর ভাই রতন দাশের মেয়ে৷গত ২১ অক্টোবর সকাল ১০টার দিকে তারা একসাথে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি । দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার । কিন্তু অনেক খুঁজেও তাদের সন্ধান না পেয়ে জোরারগঞ্জ থানায় দুটি পৃথক নিখোঁজ ডাইরি করা হয় । যদিও আজ শনিবার সকাল পর্যন্ত দুই কিশোরীর কোনো হদিশ করতে পারেনি পুলিশ ।
প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লাভ জিহাদের ঘটনা ব্যপক হারে বেড়ে গেছে । বিভিন্ন বয়সের হিন্দু মেয়ে ও বিবাহিতা মহিলা ওই ফাঁদে পড়ে বাড়ি ছেড়ে পালিয়ে ধর্মান্তরিত ও নিকাহ করছে৷ এছাড়া বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চুড়ান্ত অবনতির সুযোগে বেড়েছে অপহরণের ঘটনাও । এখন চট্টগ্রাম জেলার ওই দুই কিশোরী লাভ জিহাদে ফেঁসে বাড়ি ছেড়ে নাকি অপহৃত হয়েছে তা এখনো স্পষ্ট নয় ।।

