এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ সেপ্টেম্বর : উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার পথে পিক আপ ভ্যানের ধাক্কায় ২ পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে মালদা জেলার রতুয়ায় । আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার সামসী মতিগঞ্জ সংলগ্ন এলাকায় ৷ মৃত দুই পড়ুয়া হলেন তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহান। তাদের দুজনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর এলাকায়। তারা সামসী এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে,আজ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষার সিট পড়েছিল রতুয়া হাইস্কুলে। এদিন সকালে দুই বন্ধু মিলে একটি বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় । কিন্তু তারা রতুয়া-সামসী রাজ্য সড়ক ধরে সামসীর মতিগঞ্জ পার করে কিছুটা যেতেই রতুয়ার দিক থেকে আসা এক বেপরোয়া গতির পিক আপ ভ্যান তাদের বাইকে সজোরে ধাক্কা দেয় । বাইক থেকে ছিটকে পড়ে তারা । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে । পরে সামসী ফাঁড়ির পুলিশ গিয়ে দুই পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ।
জানা গেছে,তন্ময়ের বাবা তপন প্রামাণিক স্থানীয় সেলুন চালান। রেহানের বাবা পেশায় কৃষক। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন মৃত পড়ুয়াদের পরিবার পরিজন ।।