এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ জানুয়ারী : কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কর্তৃত্ব নিয়ে বিবাদের জেরে পূর্ব বর্ধমান জেলার ভাতারের দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ব্যাপক উত্তেজনা ছড়াল । জানা গেছে, আগামী ৮ জানুয়ারি কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠী ওই অনুষ্ঠানের তদারকির কাজ করছিল । অপর গোষ্ঠীর দাবি এই বিষয়ে তাদের সঙ্গেও আলোচনায় বসতে হবে । এনিয়ে আজ বুধবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ বেধে যায় । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দিনভর কলেজ জুড়ে এনিয়ে ব্যাপক উত্তেজনা ছিল ।
জানা গেছে,ভাতারের দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা কলেজ চালু হওয়ার সময় থেকেই চলে আসছে । বিবাদের নিরসন করতে গতবছর আগষ্ট মাসে কলেজে একটি কমিটি করে দিয়েছিল তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা নেতৃত্ব । তাতেও বিবাদ মেটেনি । ছাত্র সংগঠনের একাংশ ওই কমিটির বিরোধিতায় সরব হয় । চলতি মাসে কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কর্তৃত্ব কে করবে তা নিয়ে পুরনো বিবাদ ফের মাথা চাড়া দেয় । যার জেরেই এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দু’পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
জানা গেছে,কলেজের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আজ ছাত্রছাত্রীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের আলোচনায় বসার কথা ছিল । কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে তা ভন্ডুল হয়ে যায় ।।