দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ নভেম্বর : দুয়ারে সরকার’ শিবিরে টিফিন নিয়ে ঝামেলায় জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন । ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখন্ড কিষানমান্ডি । বৃহস্পতিবার দুপুরে সামান্য জলের বোতল ও টিফিন খাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ঠেলাঠেলি শুরু হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ফলে ‘দুয়ারে সরকার’ শিবিরে বিভিন্ন পরিষেবা নিতে আসা গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । যদিও দলের অনান্যদের হস্তক্ষেপে ঝামেলা বেশিদুর গড়ায়নি ।
জানা গেছে, এদিন ঝামেলাটা হয় মূলত তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল সভাপতি চন্ডী সেন এবং কদমপুকুর এলাকার বাসিন্দা তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি মহন্মদ শাহজাহান শেখের মধ্যে । স্থানীয়রা জানিয়েছেন,শাহজাহান বোতল ও টিফিন চাইতে চন্ডী সেনের কাছে গেলে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা বেধে যায় । তারই মাঝে দু’জন একে অপরকে ঠেলাঠেলি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ব্যাপক বিশৃঙখলার সৃষ্টি হয় শ্রীখন্ড কিষানমান্ডি চত্বরে । যদিও এনিয়ে দুই তৃণমূল কংগ্রেস নেতা একে অপরকে দোষারোপ করেছেন ।
ঘটনা প্রসঙ্গে কাটোয়া ১ ব্লকের বিডিও আসিফ ইকবাল বলেন,বিশৃঙখলার সৃষ্টি হয়েছিল কিনা আমার জানা নেই । তবে শিবির বন্ধ হয়নি । প্রচুর আবেদন জমা পড়েছে ।’।