এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২০ সেপ্টেম্বর : বাংলাদেশের রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে । চলে ব্যাপক ভাঙচুর । সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫০ জন । মসজিদের খতিবের দায়িত্ব দখল করা নিয়ে বর্তমান খতিব ওয়ালিউর রহমান এবং প্রাক্তন খতিব রুহুল আমিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে । আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খতিব ওয়ালিউর রহমান যখন মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছিলেন, তখন দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
প্রতিবেদনে বলা হয়েছে,জুমার নামাজের আগে খতিব ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। সেই সময় খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করেন এবং খতিবের মাইক্রোফোনটি কেড়ে নেন। সেই সাথে তিনি মিম্বরের কাছে বসে থাকা মুসল্লি ও খাদেমদের ওপর হামলা করেন।এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অর্ধশতাধিক মুসল্লি আহত হয় ।
হামিদের নামে এক মুসল্লি বলেন,’প্রাক্তন ইমাম চাইলে কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারতেন। কিন্তু তিনি লোকজন নিয়ে এসে হামলা করেছেন। এটা অত্যন্ত লজ্জাজনক।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, এটি কোনো বড় ধরনের ঘটনা নয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।আমরা ঘটনাটি তদন্ত করছি।’তিনি আরও জানান, বায়তুল মোকাররমের উত্তর গেট ও পল্টন মোড়ে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, উর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ।।