এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৬ মে : আফগানিস্তানের রাজধানী শহর কাবুল থেকে দুই প্রাক্তন সরকারি সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে তালিবান । গ্রেফতার হওয়া দুই সেনাকর্তার নাম মুসলিম ও বেরিয়ালা । তারা সহদর ভাই । তাদের বাড়ি মূলত আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের দারা জেলার পোজাভা গ্রামে । মঙ্গলবার(২৩ মে ২০২৩) কাবুলের দ্বিতীয় জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
যদিও এই দুই প্রাক্তন সামরিক কর্মীদের গ্রেপ্তারের পিছনে কারন স্পষ্ট নয় । জানা গেছে,তালিবান আসার পর ওই দুই ভাইয়ের চাকরি চলে যায় । তারপর তারা সংসার চালাতে কাবুল শহরে শ্রমিকের কাজ শুরু করেন । কোন গোষ্ঠীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই । যদিও এই বিষয়ে তালিবান এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি ।
প্রসঙ্গত,ক্ষমতায় আসার পর থেকে তালিবানরা পূর্ববর্তী সরকারের আমলের প্রচুর সেনাকর্মীদের গ্রেফতার করেছে । কিছু ক্ষেত্রে শত শত প্রাক্তন সরকারি সৈন্যকে হত্যা করেছে । সমালোচনার মুখে পড়েও তালেবান এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে কোনো ব্যক্তি বা মানবাধিকার সংস্থার কাছে এযাবৎ কোনো প্রকার জবাবদিহিতা করেনি । মঙ্গলবার গ্রেফতার হওয়া দুই ভাইয়ের সম্ভাব্য পরিনতি নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার ।।