এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ মে : এক পরিবারের বাড়ির ছাদে জমা বৃষ্টির জল এসে জমছিল প্রতিবেশী বাড়ির উঠনে । তা থেকে শুরু হয় বচসা । ক্রমে তা সংঘর্ষের আকার নেয় । সংঘর্ষে উভয় পরিবারের ৫ জন জখম হয়েছেন । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাঁচল থানার দামাইপুর পূর্ব কালিগঞ্জ গ্রামে । দু’পক্ষই এনিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, কালিগঞ্জ গ্রামের বাসিন্দা সাহাজান আলীর পাকা বাড়ি রয়েছে । বৃষ্টির সময় তাঁর বাড়ির ছাদের জল নিকাশ হয় প্রতিবেশী মার্জিনা বিবিদের বাড়ির উঠন দিয়ে । এনিয়ে বেশ কিছুদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছে । মর্জিনা বিবির এক ছেলে । সে কর্মসুত্রে ভিন রাজ্যে কাজ করে । বউমা সাবেরা বিবিকে নিয়ে থাকেন মর্জিনা বিবি ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকাল দশটা নাগাদ মুশলধারে বৃষ্টি হয় । সাহাজান আলীর বাড়ির ছাদের জল পাইপ দিয়ে গড়িয়ে মর্জিনা বিবিদের বাড়ির উঠনে এসে জমা হচ্ছিল । তা নিয়ে মর্জিনা বিবিরা প্রতিবাদ করলে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় । ক্রমে তা সংঘর্ষের আকার নেয় ।
মার্জিনা বিবির অভিযোগ, ‘বৃষ্টির সময় সাহাজান আলীর বাড়ির ছাদ থেকে জল এসে আমাদের বাড়ির উঠোনে এসে জমা হয় । ফলে আমাদের চুড়ান্ত দুর্ভোগে পড়তে হয় । এনিয়ে বারবার সাজাহানকে বলা হয়েছে । কিন্তু সে আমাদের কোনও কথায় কর্নপাত করেনি। এদিনও একই সমস্যার মুখোমুখি হলে আমরা প্রতিবাদ করি ৷ তখন সাহাজান আলী সহ তার পরিবারের লোকজন অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয় । আমাকে আর আমার বৌমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে । আমরা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা এসে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে ।’
অন্যদিকে মর্জিনা বিবিদের বাড়ি দিয়ে ছাদের জল নিকাশ হওয়ার কথা স্বীকার করেছেন সাহাজান আলী । তবে তাঁর পালটা অভিযোগ, ‘মর্জিনা বিবি ও তার পরিবারের লোকজনই আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আমি অচৈতন্য হয়ে যাই । পরিবারের সদস্যরাই আমাকে হাসপাতালে নিয়ে আসে। এমনকি আমার বাবা আব্দুল কাদের ও ভাতৃবধু আয়েশা বিবিও ওরা মারধর করেছে ।’ ঘটনার পর উভয়পক্ষই পুলিশের দ্বারস্থ হন । অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ।।