এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ জুলাই : মালদায় জল নিলাশি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে জড়াল দুই পরিবারের লোকজন । সংঘর্ষে একই পরিবারের ৪ জন জখম হয়েছেন । তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর । বুধবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার চানপুর গ্রামে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,চানপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম শেখদের বাড়ির জল নিকাশি হয় তাঁদের প্রতিবেশী নিয়ামত শেখদের বাড়ির উপর দিয়ে । তা নিয়েই দুই পরিবারের মধ্যে বিবাদ । বৃষ্টি হলেই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে অশান্তি ছড়ায় ।
এদিন বৃষ্টিপাতের পর জল নিকাশি নিয়ে ইব্রাহিম ও তাঁদের প্রতিবেশী নিয়ামতদের মধ্যে ফের ঝামেলা বাধে । বচসা থেকে শুরু হয় সংঘর্ষ । জখম হন ইব্রাহিম শেখসহ তাঁর পরিবারের চার সদস্য । পরিবারের বাকি সদস্যরা জখম ব্যক্তিদের উদ্ধার করে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আনে । আহতদের মধ্যে ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
ইব্রাহিম সেখের স্ত্রীর অভিযোগ,’আমাদের বাড়ির বৃষ্টির জল নিকাশের ব্যবস্থা করা হয়েছে নিয়ামত শেখদের বাড়ির উপর দিয়ে । কিন্তু ওরা নিকাশি নালাটি বুজিয়ে দেয় ৷ ফলে এদিন বৃষ্টিপাতের পর আমাদের বাড়িতে জল জমে যায় । আমরা সেই জল নিকাশি করতে গেলে নিয়ামত শেখ ও তার পরিবারের লোকজন ধারালো হাসুয়া নিয়ে আমাদের উপর হামলা চালায় । হাঁসুয়ার কোপে আমাদের পরিবারের চারজন জখম হয়েছে । আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক ।’ যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন নিয়ামত শেখ ।
এই ঘটনায় কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।