এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ জুন : শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের দু’জায়গায় প্যান্টোগ্রাফ ভেঙে দুটি এক্সপ্রেস ট্রেন আটকে গেছে । জানা গেছে,বনপাশ স্টেশনের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে এদিন সন্ধ্যা ৬ টা থেকে বনপাশ স্টেশনে আটকে থাকে আপ হাওড়া-গুয়াহাটি- সরাইঘাট এক্সপ্রেস । অন্যদিকে একই যান্ত্রিক গোলযোগের কারনে ঝাপটার ঢাল স্টেশনে আটকে পড়েছে হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ।

এদিকে আপ বর্ধমান-রামপুরহাট লোকাল আটকে যায় বর্ধমান ও তালিত স্টেশনের মাঝামাঝি এলাকায় । আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারকে বর্ধমান স্টেশনে আটকে দেওয়া হয় । ফলে চুড়ান্ত নাকাল হতে হয়েছে দূরপাল্লা ও নিত্য যাত্রীদের । এদিকে বনপাশ রেলগেট দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় স্থানীয় গ্রামবাসীদের । পূর্বরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,’মেরামতির কাজ চলছে । দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে ।’।

