প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ জুন :দামোদর থেকে অবৈধ ভাবে বালি তুলে পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হল দুই ডাম্পার চালক। ধৃতরা হল সুরজ মাল ও প্রদীপ ব্রহ্মা।হুগলীর পান্ডুয়া থানার রামেশ্বরপুর গ্রামে সুরজের বাড়ি।অপর ধৃত প্রদীপ মেমারির পাল্লারোডের মামুদপুরের বাসিন্দা। তারা দুটি ডাম্পারে বালি লোড করে বুধবার রাতে পাচার করছিল । পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ মেমারি-তারকেশ্বর রোডে কেড়িলি মোড় এলাকায় ডাম্পার গুলি আটকায় ।বালি বহন সংক্রান্ত কোনও বৈধ নথি চালকরা দেখাতে পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে । বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই ডাম্পার দুটি ।
পুলিশ জানিয়েছে,জিজ্ঞাসাবাদে দামোদর থেকে অবৈধ ভাবে বালি তুলে তা পাচারের কথা দুই ডাম্পার চালক কবুল করার পরেই তাঁদের গ্রেপ্তার করা হয় । বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই দুটি ডাম্পারই ।ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জেনেছে , ধৃতরা দীর্ঘদিন ধরেই বালি পাচারে জড়িত। তাদের সঙ্গে আরও কয়েকজন এই কারবারে জড়িত রয়েছে।নদ-নদী থেকে অবৈধ ভাবে বালি তুলে তা পাচারের কারণে সরকারের প্রচুর রাজস্বের ক্ষতি হচ্ছে ।একটি চক্র এই কাজে জড়িত বলে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ।
সুনির্দিষ্ট ধারার মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে।অবৈধ ভাবে বালি পাচারের ঘটনায় আরও কারা কারা যুক্ত রয়েছে তা জানার জন্যে তদন্তকারী অফিসার এদিন ধৃতদের ৫ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান । ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের ২ দিন পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন ।।