দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ সেপ্টেম্বর : বিপুল পরিমান গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ । আটক করা হয়েছে একটি চার চাকা গাড়িও । ধৃতদের নাম হানিফ শেখ ও রোশন মেহের । শনিবার দুপুরে কাটোয়া করুই রোডে অর্জুনডিহি গ্রামের মোড়ের কাছে ওই দুজনকে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ সুত্রে খবর,ধৃতদের মধ্যে হানিফের বাড়ি কাটোয়া থানার অর্জুনডিহি গ্রামে । রোশন উড়িষ্যার বোলাঙ্গির এলাকার বাসিন্দা । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে রোশন মেহের উড়িষ্যা থেকে গাঁজা এনে পশ্চিমবঙ্গে সরবারহ করত । তারপর সেই গাঁজা কাটোয়ার বাসিন্দা হানিফ শেখের হাত ঘুরে পাচার হত রাজ্যের বিভিন্ন প্রান্তে ।
জানা গেছে,এদিন দুপুরে একটি চারচাকা গাড়িতে চড়ে যাচ্ছিল হানিফ শেখ ও রোশন মেহের । হানিফ গাড়ি চালাচ্ছিল । গাড়িটি কাটোয়া-করুই রোড ধরে অর্জুনডিহি গ্রামের মোড়ের কাছে আসতেই পুলিশ গাড়িটি আটকায় । পুলিশ আগেই গোপন সুত্র থেকে খবর পেয়ে গিয়েছিল । তাই আগে থেকে কাটোয়া থানার পুলিশের একটি দল সেখানে আগে অপেক্ষা করছিল । পুলিশ গাড়িটি আটকে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে । তখন গাড়িতে তল্লাশি চালাতেই বস্তাবন্দি গাঁজা নজরে পড়ে পুলিশের । সঙ্গে সঙ্গে তাদের ২ জনকে গ্রেফতার করা হয় । পাশাপাশি গাঁজাসহ গাড়িটি আটক করে পুলিশ । রবিবার ধৃত দু’জকে আদালতে তোলা হবে বলে জানা গেছে ।।