এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ জানুয়ারী : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ব্রাউন সুগারসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হাসানুজ্জামান(৩৫) ও আজিজুর রহমান (২০) । তারা কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মহদীপুরে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ । সেখানে হাসানুজ্জামান ও আজিজুর রহমানের সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ তাদের আটকে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বললে পুলিশ তাদের তল্লাশি চালাতেই ৪২৫ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ২ লক্ষ টাকা। এরপর ওই দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে থানায় আনা হয় ।
আজ রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠানো হয় । পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানালে বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেন । ধৃতরা কোথা থেকে ওই মাদক এনেছিল এবং কোথায় পাচারের মতলব করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ । পুলিশের অনুমান,এর পিছনে একটা বড়সড় চক্র রয়েছে । পুলিশ ধৃতদের জেরা করে চক্রের পান্ডাদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।
প্রসঙ্গত,বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হওয়ায় মালদাকে মাদক ও জাল নোট পাচারের করিডর হিসাবে ব্যবহার করে আন্তর্জাতিক ও আন্তরাজ্য দুষ্কৃতী চক্র । সাম্প্রতিক সময়ে প্রচুর মাদকসহ বেশ কিছু মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ । এছাড়া জালনোট সহ ধরা পড়েছে বেশ কিছু দুষ্কৃতী । ধৃতদের মধ্যে মহিলাও রয়েছে । যা নিয়ে উদ্বিগ্ন তদন্তকারীরা ।।

