প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ জুন : পৃথক ঘটনায় শনিবার পূর্ব বর্ধমানে মৃত্যু হল দুই জনের । মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে জেলার শক্তিগড় ও শহর বর্ধমানে । জানা গিয়েছে শক্তিগড়ে মৃত ব্যক্তির নাম হরপ্রসাদ হাজরা (৬৭)। তবে শহর বর্ধমানের মেহেদীবাগান এলাকায় পে-লোডারের ধাক্কায় মৃত ব্যক্তির নাম জানা যায়নি । ময়নাতদন্তের জন্যে পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে এদিনই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ।
পুলিশ জানিয়েছে ,শক্তিগড় থানার চাকুন্দি গ্রামে হরপ্রহাদ হাজরার বাড়ি ।শুক্রবার দুপুরে তিনি তাঁদের বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে যান । মৃতর ভগ্নে অনির্বাণ দে জানিয়েছেন ,পুকুরের জলে পড়ে থাকা একটি নারকেল তুলে আনার জন্যে তাঁর মামা হরপ্রসাদ বাবু পুকুরের জলে নামেন । তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না । বিপর্যয় মোকাবিলা দপ্তরের দু’জন ডুবুরি শনিবার সকাল থেকে পুকুরের গভীর জলে তন্নতন্ন করে খোঁজ চালিয়ে হরপ্রসাদ হাজরার মৃতদেহ উদ্ধার করে । হরপ্রসাদবাবু ইছাপুর গান ফ্যাক্টরির অবসর প্রাপ্ত কর্মী বলে পরিবার সদস্যরা জানিয়েছেন ।
অন্যদিকে জিটি রোডে শহর বর্ধমানের মেহেদীবাগান এলাকায় পে-লোডারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক সাইকেল আরোহীর।
মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি পে- লোডারের চালককে আটক করে । পুলিশ মৃতর পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ।।