শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),৩১ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার মেমারিতে লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ চলে গেল ট্রাক্টরের দুই যাত্রীর । দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেল তিনটে নাগাদ মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত মেমারি- মন্তেশ্বর রোডের মুন্সীডাঙ্গা বাস স্টপে সংলগ্ন এলাকায় । পুলিশ জানিয়েছ, মৃতদের নাম জয়ন্ত সরেন এবং তিরু পুজারা । তাদের বাড়ি মেমারি -১ নম্বর ব্লকের মগড়া গ্রামে । গুরুতর আহত হয়েছে চালকসহ ট্রাক্টরের আরো চার যাত্রী । বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিকেই দায়ি করেছেন স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে, আজ বিকেলে মেমারি থেকে মালডাঙ্গার দিকে যাচ্ছিল একটি ফাঁকা লরি । বিপরীত দিক থেকে আসছিল ট্র্বাক্টরটি । ট্রাক্টরের ছিল চালক এবং পাঁচজন শ্রমিক । বিকেল তিনটে নাগাদ লরি ও ট্রাক্টর মুন্সীডাঙ্গা বাস স্টপের কাছাকাছি আসতেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুখোমুখি সংঘর্ষ হয় । ট্রাক্টরটি রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে পড়ে । ট্রাক্টরে থাকা সকলেই গুরুতর আহত হন । প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে । পরে খবর পেয়ে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ এসে আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পুলিশ দুর্ঘটনাগ্রস্থ লরি ও ট্রাক্টরটিকে আটক করেছে । এদিকে এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ সড়কপথে যান চলাচল ব্যাহত হয় ।।