দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১১ মার্চ : দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর ২ দিন অতিক্রান্ত । এখনও দুষ্কৃতিদলের নাগাল করতে পারেনি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পুলিশ । শেষে আউশগ্রামের কালীদহ বাজারে তেরাস্তার মোড়ে শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালো ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা । দুষ্কৃতিদের গ্রেফতারের পাশাপাশি লুটপাট চালানো সামগ্রী উদ্ধারের জন্য তাঁরা দাবি জানান । অবরোধের জেরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আউশগ্রাম থানার আইসি উত্তম মণ্ডলের নেতৃত্বে আসে পুলিশবাহিনী । তখন অবরোধকারীরা আইসিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । শেষ পর্যন্ত আইসির আশ্বাসে ঘন্টা চারেক পর অবরোধ ওঠে ।
বুধবার রাতে প্রবীর সেন নামে এক স্বর্ণকারের দোকানে ডাকাতির ঘটনাটি ঘটে । কালীদহ বাজারে রয়েছে তাঁর সোনারুপোর দোকান । প্রতিদিনের মত ওই দিনেও রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ যখন তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় কয়েকটি বাইকে চড়ে সেখানে হানা দেয় ৬-৭ জনের একটি দুষ্কৃতি দল । দুষ্কৃতিরা প্রবীরবাবুর মাথায় আঘাত করে তাঁর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয় । তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে । তখন দুষ্কৃতিরা ওই সমস্ত লোকজনকে লক্ষ্য করে বোমা ছোড়ে । বোমার স্প্লিন্টার লেগে জখম হন ২ জন । এরপর দুষ্কৃতিদল চম্পট দেয় । দোকান মালিক জানিয়েছেন, তাঁর ব্যাগের মধ্যে নগদ প্রায় ২ লক্ষ টাকা,১০ ভরি সোনা ও দুকেজি রূপোর গহনা ।
জানা গেছে,ঘটনার পর খবর পেয়ে তদন্তে আসে পুলিশ । ওই দিন রাতেই দোকান মালিক এনিয়ে থানায় অভিযোগও দায়ের করে । কিন্তু এযাবৎ পুলিশ দুষ্কৃতিদের কোনও হদিশ করতে পারেনি । শেষে দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে এদিন পথ অবরোধ করে গ্রামবাসীরা । পুলিশ জানিয়েছে, দুষ্কৃতিদলের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।।