এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৪ নভেম্বর : ন্যাশনাল সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে অংশগ্রহনের সুযোগ পেল বর্ধমানের দুই প্রতিযোগী অয়ন্তিকা সাহা ও ধ্রুবজিত দত্ত । শুক্রবার(২ নভেম্বর ২০২৩) কলকাতার সোদপুর ক্লাবে আয়োজিত “ওয়েস্ট বেঙ্গল সাব-জুনিয়র স্টেট ক্যারাটে সিলেকশন ২০২৩ ফর ন্যাশনাল” প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের ওই দুই শিক্ষার্থীসহ মোট ৩ জন । তাদের মধ্যে অয়ন্তিকা সাহা ৮ বছর এবং ৩০ কেজি উর্ধ মহিলা কুমিতে বিভাগে প্রথম স্থান দখল করে ।
ধ্রুবজিত দত্ত ১০ বছরের -৪০ কেজি পুরুষ কুমিতে বিভাগে প্রথম স্থান দখল করেছে । ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় এবং রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন ও সম্পাদক হানসি জয়দেব মণ্ডলের তত্ত্বাবধানে আয়োজিত ওই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ।
বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন,রাজ্য ক্যারাটে প্রতিযোগিতাটি ছিল অফিসিয়াল যা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত । এই প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে খেলোয়াড়দের এই সাফল্যে সকলে খুব খুশি ও গর্বিত ।।