এইদিন ওয়েবডেস্ক,মহারাজগঞ্জ,৩১ ডিসেম্বর : বুদ্ধগয়ায় দলাই লামার উপর নজরদারি রাখা চীনা মহিলা গুপ্তচর গ্রেফতারের পর এবার উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের সোনাউলি এলাকায় দুই চীনা নাগরিককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের সশস্ত্র সীমান্ত বাহিনী (এসএসবি) । সোনাউলি থানার পরিদর্শক অভিষেক সিং জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ভারত-নেপাল সীমান্তে রুটিন তল্লাশি চালানোর সময় সশস্ত্র সীমান্ত বাহিনী দুই চীনা নাগরিককে গ্রেফতার করেছে । ধৃতদের কাছ থেকে রিপাবলিক অফ চায়না পাসপোর্ট পাওয়া যাচ্ছে । তাতে দু’জনের নাম ঝেং ইংজুন (৫০) এবং সং হুই (৫২) বলে উল্লেখ রয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা ইতিপূর্বে বেশ কয়েকবার ভারত সফর করেছে । কিন্তু তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে । কি উদ্দেশ্যে তারা ভারতের সীমানায় ঘোরাঘুরি করছিল তা তারা সদুত্তর দিতে পারেনি বলে জানিয়েছেন
সোনাউলি থানার পরিদর্শক । তিনি বলেন,’গোয়েন্দা বিভাগ ধৃতক দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে ।’।