এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ ডিসেম্বর : নবান্ন উৎসব ঘিরে বাড়িতে তখন ব্যস্ততা তুঙ্গে । পরিবারের দুই শিশু খেলা করছিল বাড়ির পিছনে একটি পুকুরের পাড়ে । সেই সময় তারা দু’জনেই কোনো ভাবে পুকুরের জলে পড়ে যায় । পরিবারের লোকজনের যখন নজরে পড়ে,তখন আর কিছুই করার ছিল না । এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে আজ রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার মূলগ্রামে । মৃত দুই শিশুর নাম সৌম্য ঘোষ (৩) এবং ওঁকার ঘোষ (৩)। তারা সম্পর্কে মামাতো পিসতুতো ভাই । উৎসবের দিনে মর্মান্তিক এই দূর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে । এই ঘটনার পর বাতিল করে দেওয়া হয় নবান্ন উৎসব ।
জানা গেছে,মৃত দুই শিশুর মধ্যে সৌম্য ঘোষ হল মূলগ্রামের বাসিন্দা রাজেশ ঘোষের একমাত্র সন্তান । ওঁকার ঘোষ তার বোন সুষ্মিতার ছেলে । সুষ্মিতা ঘোষের শ্বশুরবাড়ি মন্তেশ্বর থানার খাঁপুকুর গ্রামে । সুষ্মিতাদেবীর স্বামী প্রহ্লাদ ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন । বাপের বাড়িতে নবান্ন উৎসবের কারনে ছেলেকে নিয়ে আজ সকালে মূলগ্রামে এসেছিলেন সুষ্মিতা।
পরিবার সূত্রে জানা গেছে,মামার বাড়ি আসার পর থেকে মামাতো ভাই সৌম্যের সাথে খেলা করছিল ঘোষের । তখন পরিবারের বড়রা নবান্নের রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন । এদিকে সকলের নজর এড়িয়ে বাড়ির পিছনে চলে যায় দুই শিশু । পুকুরপাড়ে খেলা করার সময় তারা দু’জনেই জলে পড়ে গিয়ে তলিয়ে যায় । তারপর দুপুর প্রায় দু’টো নাগাদ পরিবারের কোনো এক সদস্য পুকুর পাড়ে গেলে একজন শিশুকে ভাসতে দেখে । পরে লোকজন জলে নেমে তল্লাশি চালালে দ্বিতীয় শিশুকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করা হয় । সঙ্গে সঙ্গে দুই শিশুকে তড়িঘড়ি নিথর দেহ উদ্ধার হয় । তড়িঘড়ি দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি ।।