এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ ডিসেম্বর : মালদা শহরে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাট থেকে উদ্ধার হল শতাব্দী প্রাচীন দুটি পাথরের মূর্তি । মূর্তি দুটির মধ্যে একটি ভৈরব ও অপরটি দশভূজা মহিষাসুরমর্দ্দিনী । তবে দেবীর ডান দিকের একটি হাত নেই । অপর দিকে ডান হাতে মুশল ও বাম হাতে মিষ্টান্ন নিয়ে কুকুর জাতীয় কোনও প্রাণীর উপর উপবিষ্ট ভৈরব ৷ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মূর্তি দুটি উদ্ধার করে নিয়ে যায় ৷ প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
স্থানীয় বাসিন্দা আবু মন্ডল বলেন, ‘এদিন নদীর তীরে খেলা করার সময় স্থানীয় কয়েকজন শিশু মূর্তি দুটি দেখতে পায় । পরে তারা বাড়ির বড়দের এসে ঘটনার কথা জানায় । এরপর স্থানীয় লোকজন গিয়ে মূর্তি দুটি উদ্ধার করে আনে । মূর্তি দুটির একটি দুর্গা মূর্তি এবং অপরটি ভৈরব মূর্তি ।’
স্থানীয়রা জানান,একসময় বাংলা-বিহার-উরিষ্যার রাজধানী ছিল মালদা জেলার গৌড় । সেই হিসাবে এই জায়গার ঐতিহাসিক মাহাত্ম্য আছে ৷ এর আগেও বহু জায়গায় মাটি খুড়তে গিয়ে পাথরের মূর্তি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে । এদিন যে দুটি মূর্তি উদ্ধার হয়েছে সেগুলি আনুমানিক ৮০০ বছরের প্রাচীন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ ।।