এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ ফেব্রুয়ারী : একটি ষাঁড়ের এলাকায় ঢুকে পড়েছিল আর একটি ষাঁড় । যা নিয়ে মরণপণ লড়াই বেধে গেল দু’জনের । ওই ভয়াবহ লড়াইয়ে প্রাণ হারাতে হল একটি ষাঁড়কে । এলাকাদখল নিয়ে দুই ষাঁড়ের মধ্যে লড়াইয়ে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশন এলাকায় । এদিকে লড়াইয়ে জিতে বিজয়ী ষাঁড়টি দৌড় পালাতে গিয়ে পড়ে যায় হাইড্রেনের মধ্যে । রাতভর ষাঁড়টি ড্রেনে পড়ে থাকার পর পরের দিন সকালে তাকে উদ্ধার করে দমকলকর্মীরা ।
জানা গেছে,কাটোয়া স্টেশন এলাকায় থাকতো সাদা কালো ছাপ একটি ষাঁড় । স্টেশন বাজার এলাকা থেকে একটি লাল রঙের ষাঁড় শুক্রবার রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ প্ল্যাটফর্মের সামনে চলে আসে । কাটোয়া স্টেশনে নির্মাণকাজের জন্য টিকিট কাউন্টারের সামনে কিছু বালি জড়ো করা আছে । সেই বালির স্তুপের দু’প্রান্তে দুই ষাঁড় মুখোমুখি দাঁড়িয়ে শিং দিয়ে বালির গাদায় আঘাত করতে থাকে । তারপর দুজনের মধ্যে লড়াই বেধে যায় । ঘটনার সময় দু’চারজন তখন সেখানে উপস্থিত ছিলেন । তারা দুই ষাঁড়কে পরস্পরের থেকে দূরে সরানোর চেষ্টা করেন । কিন্তু তারা ব্যর্থ হন ।
দেখুন ভিডিও 👇
ঘটনার প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার ভোলন শেখ বলেন,’লাল ষাঁড়টির গুঁতোয় সাদা ষাঁড়টি পড়ে যায় । সেখানে ছিল একটি লোহার খুঁটি । ওই খুঁটিতে ষাঁড়টির মাথায় সজোরে আঘাত লাগে । তাতেই মারা যায় । তারপর বিজয়ী ষাঁড়টি ছুটে পালিয়ে যায় ।’
জানা গেছে,পরের দিন সকালে কাটোয়ার সার্কাস ময়দান এলাকায় হাইড্রেনের মধ্যে ষাঁড়টিকে পড়ে থাকতে দেখা যায় । পরে খবর পেয়ে দমকলকর্মীরা ষাঁড়টিকে উদ্ধার করে ।।