এইদিন ওয়েবডেস্ক,মালদা,০১ ফেব্রুয়ারী : ইঁটের দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া পাশাপাশি ঘরে পরিবার নিয়ে বসবাস করত দুই ভাই ৷ কিন্তু আজ শনিবার সকালে বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে আগুন ধরে ঘর দুটি ভস্মীভূত হয়ে যাওয়ায় কার্যত খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন তারা । মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের ঘটনা । ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন জামির আলি ও তার ভাই মনোয়ার আলি ।
জানা গেছে,আজ সকালে এক ভাইয়ের বিদ্যুতের মিটারে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় । সেই আগুন ছড়িয়ে পড়ে খড়ের ছাউনিতে । নিমেষের মধ্যে অন্য ভাইয়ের ঘরের খড়ের ছাউনি গ্রাস করে আগুনের লেলিহান শিখা । স্থানীয়রা ছুটে এসে বালতি দিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে । ইতিমধ্যে খবর পেয়ে তুলসীহাটা দমকল অফিসের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পোশাক পরিচ্ছদ,রান্নার সামগ্রী,বিছানা ও খাট ভস্মীভূত হয়ে যায় । লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি ।।