এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জুলাই : দেবাঞ্জন দেব কান্ডের পর পুলিশের হাতে ফের ধরা পড়ে গেল দুই ভূয়ো সরকারি আধিকারিক । ধৃতদের নাম সনাতন রায়চৌধুরী ও রাধারানী বিশ্বাস । সনাতনের বাড়ি বরানগরের মন্ডল পাড়ায় । তিনি নিজেকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য বলে পরিচয় দিতেন । ‘নীল বাতি’ লাগানো গাড়িতে চড়ে ঘুরতেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজেকে মুখ্যমন্ত্রী উপদেষ্টা দফতরের আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে তালতলা থানায় ফোন করে পুলিশের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন । এছাড়া গড়িয়াহাট এলাকার ১০ কোটি টাকা মূল্যের একটি সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ ওঠেছে তাঁর বিরুদ্ধে । শেষে সোমবার রাতে সনাতন রায়চৌধুরীকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ ।
অন্যদিকে একই দিনে কৃষ্ণনগর থেকে গ্রেফতার করা হয় রাধারানী বিশ্বাসকে । কৃষ্ণনগরের বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ, তিনি কখনও নিজেকে সমাজসেবী পরিচয় দিতেন । কখনও সখনও আবার নিজেকে ভবানী ভবনের সিআইডি অফিসার পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করতেন । এছাড়া চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে । যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই মহিলার মেয়ে । তাঁর দাবি, চক্রান্ত করে তাঁর মা’কে ফাঁসানো হয়েছে ।
প্রসঙ্গত,সপ্তাহ খানেক আগে বেনিয়াপুকুর থানার নিউ পার্কস্ট্রিট এলাকা থেকে নীল বাতি লাগানো একটি গাড়ি আটকে মহম্মদ সাদিক নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ । ওই যুবকও নিজেকে উচ্চ পদস্থ সরকারি আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন । এভাবে একের পর এক ভূয়ো আধিকারিকের সন্ধান মেলায় গোটা রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । ভবিষ্যতে আরও কত ভূয়ো সরকারি আধিকারিকের পর্দাফাঁস হয়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী ।।