দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৭ মে : স্কুটি ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের পর ঢুকে যায় লরির তলায় । এই দুর্ঘটনার পরেও বরাত জোরে প্রাণে বাঁচলেন এক মহিলাসহ ৩ বাইক আরোহী । শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান সিউড়ি ২ বি জাতীয় সড়কে আউশগ্রামের বটগ্রামের কাছে । দুর্ঘটনার পর স্কুটিতে থাকা বীরেন সিনহা ও তার স্ত্রী ঝুমাদেবী এবং মটর সাইকেলের আরোহী জাহাঙ্গীর মোল্লাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা । তাদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । জাহাঙ্গীর মোল্লার আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় । পুলিশ বাইক দুটি আটক করেছে ।
জানা গেছে,বীরেন সিনহার বাড়ি হুগলি জেলার চুঁচুড়ায় । এদিন তিনি স্ত্রীকে স্কুটিতে চাপিয়ে বোলপুরে যাচ্ছিলেন । অন্যদিকে বটগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা নামে ওই যুবক ভেদিয়ায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,জাহাঙ্গীর স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে মটর সাইকেল চালাচ্ছিলেন । বটগ্রামের কাছাকাছি আসতেই একটি গাড়িকে ওভারটেক করার উদ্দেশ্যে বাইকের আরো গতি বাড়িয়ে দেয় জাহাঙ্গির । সেই সময় বিপরীত দিক থেকে স্কুটি নিয়ে চলে আসেন বীরেনবাবু । ফলে স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । এদিকে ভেদিয়ামুখী একটি লরি চলে আসে দূর্ঘটনাস্থলে । স্কুটি ও বাইক আরোহীরা রাস্তার পাশে ছিটকে পড়লেও বাইক দুটি ঢুকে যায় লরির তলায় । যদিও লরি চালক সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে যায় । পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয় ।।