প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ জুলাই : গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ দুই বাইক চোরকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম শেখ সামসুল আলম ওরফে রনি ও শেখ রাজন।পূর্ব বর্ধমানের রায়না থানার বায়রা গ্রামে ধৃতদের বাড়ি ।শুক্রবার গভীর রাতে রায়না- গোতান রোডে নাকাচেকিই চলার সময়ে রায়না থানার পুলিশের হাতে ধরা পড়ে এই দুই বাইক চোর। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শনিবার দুই ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । সিজেএম ধৃতদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ৫ আগষ্ট ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে,শুক্রবার গভীর রাতে রায়না-গোতান রোডে নাকা চেকিং চলছিল । ওই সময়ে স্থানীয় দিঘির পাড়ের দিক থেকে দুটি বাইকের আরোহীরা গোতানের দিকে যাচ্ছিল ।পথে পুলিশের গাড়ি দেখতে ওই বাইক আরোহীরা বাইক ঘুরিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।তাদের পালাতে দেখে পুলিশ পিছু ধাওয়া করে বাইক দু’টিকে আটকে দু’জনকে ধরে ফেলে ।তখনই পুলিশের নজরে আসে একটি বাইকের নম্বর প্লেট নেই । বাইকের মালিকানা সংক্রান্ত কোনও কাগজপত্রও বাইক আরোহীরা দেখাতে পারে না ।বাইকগুলি চুরি করা বলে পুলিশের সন্দেহ হয় ।পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির কথা ধৃতরা কবুল করে বলে । তল্লাশিতে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউণ্ড গুলি, একটি ঘড়ি ও রুপোর চেন উদ্ধার হয়। সেগুলি সহ বাইক দু’টিও পুলিশ বাজেয়াপ্ত করেছে।
এসডিপিও আমিনুল ইসলাম খান জানিয়েছেন, রায়না-গোতান রোডে নাকা চেকিয়ের সময়ে দুটি বাইকে চড়ে ৫ জন আসছিল । পুলিশ তাদের আটকানোর সঙ্গে সঙ্গে তিন জন পালিয়ে যায় । দু’জনকে ধরা পড়ে । তাদের কাছথেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ।ধৃতরা আরো নানা অপরাধের ঘটনার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।এই বিষয়ে সবিস্তার খোঁজ খবর নেওয়া হচ্ছে ।।