এইদিন ওয়েবডেস্ক,দুবরাজপুর(বীরভূম),১৯ এপ্রিল : বীরভূম জেলার দুবরাজপুরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল ২ বাইক আরোহীর । সোমবার রাত্রি প্রায় ১১ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্ৰাম ১৪ নম্বর জাতীয় সড়কের বীরভূম জেলার দুবরাজপুরের সাতকেন্দুরি এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতদের নাম অনাথ মুখার্জী(৪৬) এবং সনাতন প্রধান । বর্ধমান জেলার খান্দরা এলাকার বাসিন্দা ওই দুই ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজ করতেন বলে জানা গেছে । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ নিহতদের পরিবারের লোকজন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,দুবরাজপুরের একটি অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজে এসেছিলেন অনাথ মুখার্জী ও সনাতন প্রধান । কাজ শেষে সোমবার রাতে তাঁরা বাড়ি ফেরার আগে সাতকেন্দুরী মোড়ে একটি হোটেলে খেতে গিয়েছিলেন । খাওয়া দাওয়ার পর তাঁরা মোটরবাইকে চড়ে রানিগঞ্জ-মোরগ্ৰাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে কিছুটা এগুতেই বিপরীত দিক থেকে একটি বেপরোয়া গতির লরি এসে বাইকটিকে মুখোমুখি ধাক্কা দিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় অনাথ মুখার্জীর । সনাতন প্রধানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরও মৃত্যু হয় । মঙ্গলবার মৃতদেহ দুটির ময়নাতদন্ত করা হয় । পুলিশ ঘাতক লরিটির সন্ধান চালাচ্ছে ।।