এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২১ জুন : নদীয়ার হাঁসখালীতে ধরা পড়েছে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রহিমা বেগম এবং সুমি আক্তার । তাদের মধ্যে প্রথমজন বাংলাদেশের রাজবাড়ী এবং দ্বিতীয় জন কুষ্টিয়া জেলার বাসিন্দা । শুক্রবার দুপুরে বগুলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার পর আজ শনিবার ধৃত দুই মহিলাকে আদালতে পাঠানো হয়েছে ।
পুলিশ সূত্রে খবর,পুলিশ জানতে পেরেছে যে ভারতীয় দালালদের সহযোগিতায় ওই দুই বাংলাদেশি মহিলা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই শুক্রবার ভারতে অনুপ্রবেশ করেছিল । দুপুর নাগাদ তারা বগুলা স্টেশন সংলগ্ন বগুলা কালী মন্দির এলাকায় ঘোরাঘুরি করছিল । তাদের গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে হাঁসখালী থানায় খবর দেয় । এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই দুই মহিলা কবুল করে যে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে । পুলিশ জানিয়েছে, দুই বাংলাদেশি মহিলাকে অনুপ্রবেশে সাহায্যকারী ভারতীয় দালালদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।।

