এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৯ এপ্রিল : ভূয়ো পাসপোর্ট ব্যবহার করে ভারতে আসা দুই বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরের কেম্পেগৌড়া আন্তৰ্জাতিক বিমানবন্দরের পুলিশ । ধৃতরা হল লিয়াকত আলী ও রিজাল শেখ । জাল পাসপোর্টে লিয়াকত আলী তার নাম পরিবর্তন করে লিয়াকত শেখ রেখেছিল । রিজাল শেখও তার নাম পরিবর্তন করে রেখেছিল রিগান শেখ ।
শুক্রবার ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে বেঙ্গালুরু এসেছিলেন দুজনে । কিন্তু ইমিগ্রেশন চেক করার সময় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা জানতে পারে ওই দুই বাংলাদেশির ভূয়ো পাসপোর্টের সাহায্যে ভারতে এসেছে । ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRO) অফিসারের অভিযোগের ভিত্তিতে, ভূয়ো পাসপোর্ট ব্যবহার এবং বেআইনিভাবে দেশে ঢোকার অভিযোগে একটি মামলা রজু করেছে পুলিশ । ধৃতদের জেরা করে তাদের ভারতে অনুপ্রবেশের কারন জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল ।।