দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ জুন : জায়গা নিয়ে বিবাদের জেরে লক্ষ্মী রাজোয়ার নামে এক গৃহবধুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় সোমবার রাতে ২ অভিযুক্তকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম তাপস রাজোয়ার ও রাহুল রাজোয়ার । ধৃতরা কাটোয়া থানার অগ্রদ্বীপের গাজীপুর বেলেঘাটা পাড়ার বাসিন্দা । মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৪ দিনের জন্য পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
লক্ষ্মী রাজোয়ারের বাড়ির পিছনে একটি ৫ ফুট চওড়া জায়গা নিয়ে প্রতিবেশী মানিক রাজোয়ার, তারক রাজোয়ারদের সঙ্গে কিছুদিন ধরে বিবাদ চলছিল । রবিবার রাতে লক্ষ্মীদেবীর ভাসুরপো সঞ্জয় রাজোয়ারের সঙ্গে মানিক রাজোয়ারদের মধ্যে ঝামেলা হয় । সঞ্জয়কে তারা মারধর করলে পরিবারের লোকজন তাকে বাঁচাতে ছুটে আসে । আর তখনই মানিক রাজোয়ারদের পরিবারের লোকজন হাঁসুয়া, লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় । লক্ষ্মীদেবী,তাঁর শাশুড়ি পুষ্প রাজোয়ার এবং ভাসুর ঝুরু রাজোয়ারকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ ।লক্ষ্মীদেবীকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় । ঘটনার পর নিহত বধুর স্বামী রাবণ রাজোয়ার এনিয়ে তাপস রাজোয়ার, রাহুল রাজোয়ার,শুভ্র রাজোয়ার,কল্যানী রাজোয়ারসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । সোমবার রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।।